#বই পড়ায় উৎসাহ জোগাতে মালবাজারে চালু ভ্রাম্যমান গ্রন্থাগার।।
মালবাজারে চালু হল ভ্রাম্যমান গ্রন্থাগার। সাধারণ মানুষকে বই পড়ায় উৎসাহ জোগাতে চালু হল ভ্রাম্যমান গ্রন্থাগার। এবার শহরে ভ্রাম্যমান গ্রন্থাগার বের করে বই পড়ার প্রতি উৎসাহ জোগাতে উদ্যোগ নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান মাল আদর্শ বিদ্যাভবন কর্তৃপক্ষ। এদিন আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমান গ্রন্থাগার এর সূচনা করা হল। সোমবার এই ভ্রাম্যমান গ্রন্থাগারের উদ্বোধন করেন বুক পাবলিশার্স অ্যান্ড সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক তথা কিশোর ভারতীর সম্পাদক এবং লেখক ত্রিদীব চট্টোপাধ্যায়। মাল শহরের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রতিষ্ঠান মাল আদর্শ বিদ্যাভবনের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান চলছে। তারই অঙ্গ হিসেবে এদিন ভ্রাম্যমান গ্রন্থাগারের উদ্বোধন করা হয়।
লেখক ত্রিদীব চট্টোপাধ্যায় বলেন, ‘এ ধরনের উদ্যোগ অভিনব। সকলকেই বইয়ের প্রতি টান বজায় রাখতে হবে। বই কল্পনার বিস্তার ঘটায়। বর্তমানে ইন্টারনেট মোবাইলের যুগেও বইয়ের প্রাসঙ্গিকতা আছে।’