#ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয় আর্জেন্টিনার।।
লুসেল স্টেডিয়ামে আজ কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স।
কাতারের মাটিতে স্বপ্নের বিশ্বজয় আর্জেন্টিনার। ফ্রান্সকে পরাস্ত করে বিশ্বকাপ ছিনিয়ে নিল মেসিরা। ১৯৮৬ সালে মারাদোনার হাত ধরে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিয়ানরা। এরপর দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর স্বপ্নের জয়ে উল্লাসে মেতেছে গোটা দেশ। অতিরিক্ত সময়ে খেলার ফলাফল ছিল ৩-৩। টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে পরাস্ত করে স্বপ্নের সোনালী কাপ ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের সঙ্গে বিশ্ব রেকর্ডও গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক।