#ফের হাওড়া স্টেশন চত্বর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা।।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার রুটিন তল্লাশি চালানোর সময় ডাউন পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর ব্যাগ থেকে নগদ প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। এদিন হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে সাদা পোশাকে নজর রাখছিলেন আরপিএফ-এর অপরাধ দমন বিভাগের হাওড়া শাখার আধিকারিকরা এবং অপরাধ প্রতিরোধ ও সনাক্তকরণ স্কোয়াডের আধিকারিক ও কর্মীরা। সেই সময়ই হাওড়া স্টেশনের ১১ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি সন্দেহজনক ভারী ব্যাগ-সহ এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযুক্তের নাম নিরজ কুমার, বয়স ৪২ বছর। তিনি বিহারের পটনা জেলার খাজেমকলা চকের বাসিন্দা। নগদ প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার হয় তার কাছ থেকে। ওই টাকার বিষয়ে কোনও বৈধ কাগজপত্র ছিল না যাত্রীটির কাছে। ওই টাকা তিনি কোথা থেকে পেয়েছেন, বা কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিলেন, এই সকল প্রশ্নে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। তার কথাবার্তায় বিস্তর অসঙ্গতি পাওয়ার পরই নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। ওই যাত্রীকে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে আরও তদন্ত চলছে। উল্লেখ্য, গত কয়েক মাসে বারংবার হাওড়া স্টেশন চত্বর থেকে লক্ষ লক্ষ টাকা, দামি গয়না, দামি বিদেশি সিগারেটের মতো সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
সমস্ত আইনি আনুষ্ঠানিকতার পর নিরজ কুমারকে আটক করে আয়কর ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আরও জেরা করা করবেন আয়কর বিভাগের কর্মকর্তারা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাচারের উদ্দেশেই এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। সেই ক্ষেত্রে এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।