#ফের রাজ্যে বোমাবাজিতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর।
ফের রাজ্যে বোমাবাজিতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। শনিবার রাত দশটা নাগাদ বীরভূমের রামপুরহাটের মাড়গ্রামের ধুলফেলা গ্রামে বোমা বিস্ফোরণ হয়। অভিযোগ উঠেছে কংগ্রেসের দিকে। জানা গেছ, বিস্ফোরণের জেরে জখম হয়েছে বেশ কয়েকজন। জখম হন মাড়গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ, ও তার বন্ধু নিউটন শেখ-সহ তিনজন। খবর পেয়ে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পথেই মৃত্যু হয় ১ জনের। মৃত ব্যক্তির নাম সুজাউদ্দিন।
লাল্টু শেখকে প্রথমে রামপুরহাট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
নিহতের পরিবারের দাবি, কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-কর্মী রাজনৈতিক বিবাদে তাঁদের লক্ষ্য করে বোমাবাজি করে। তাতেই মৃত্যু হয় সুজাউদ্দিনের। বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যে বোমা বিস্ফোরণ বাড়ছে। অন্যদিকে, তৃণমূলের দাবি, ইচ্ছাকৃতভাবে বিরোধীরা রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।