#ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস।।
বন্দে ভারত ট্রেনে ফের ঢিল ছোড়া হয় বলে জানা গেছে।।
জানলার কাচে ‘দাগ’, বন্দে ভারতে ফের পাথর ছোড়ার অভিযোগ। অভিযোগ করছেন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরাই। ট্রেনের সি১১ কামরায় পাথর ছোড়ার অভিযোগ।
ঘটনাটি ঘটেছে বিহারের বারসই জংশনের ষ্টেশনে। বেড়োনোর সময় ট্রেনের সি১১ কামরায় পাথর ছোড়ার অভিযোগ যাত্রীদের। তবে ঢিল ছোড়া হলেও সেভাবে ক্ষতি হয়নি c11 কামড়ায়। এদিন সন্ধ্যায় ৮ টা ১৯ মিনিটে বোলপুর রেল স্টেশন ঢোকে বন্দে ভারত এক্সপ্রেস। রেলের নিরাপত্তা কর্মীরা খতিয়ে দেখেন ঢিল ছোড়া স্থানটি কিন্তু ট্রেনের কোন ক্ষয় ক্ষতি হয়নি বলে জানা গেছে।।
বারবার এধরনের ঘটনা ঘটতে থাকায় আতঙ্কিত যাত্রীরা। পরে বোলপুরের স্টেশনে নামা বেশ কিছু যাত্রী আতঙ্কের কথা জানান। এনিয়ে পরপর তিনবার হামলার ঘটনা ঘটল। নিরাপত্তা বাড়ানোর দাবি জানান যাত্রীরা।