#ফুলবাড়িতে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য।।
ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়ি ২নম্বর গ্রাম পঞ্চায়েতের ছুট নাওয়াপাড়া এলাকায়। মৃত ছাত্রীর নাম দীপা সাহা (১৬)। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দীপা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে এই ঘটনার সময় বাড়িতে কেউ ছিলো না। দীপার বাবা ও মা দুজনই কাজের জন্য সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা শিলিগুড়ি পুর কর্পোরেশনে কাজ করে এবং মা পরিচারিকার কাজ করে বলে জানা গেছে। আজ দুপুরে এক প্রতিবেশী দীপার মায়ের খোঁজ করতে বাড়িতে যায়। অনেক ডাকাডাকির পর কেউ সাড়া না দাওয়ায়, ঘরে উঁকি মারতেই দেখে দীপার ঝুলন্ত দেহ। এরপর সে অন্যান্য প্রতিবেশীদেরকে বিষয়টি জানায়। প্রতিবেশীরাই তড়িঘড়ি দেহ নিচে নামায় এবং দীপার মাসিকে ফোন করে বিষয়টি জানায়। এরপর খবর দেওয়া হয় দীপার মা এবং বাবাকে।
এরপর ঘটনার খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এনজেপি থানার পুলিশ। তবে কেন সে এমন কাজ করলো বুঝতে পারছে না পরিবারের সদস্যরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।