#ফুলবাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার লাদেন, উদ্ধার চুরির সামগ্রী।।
শনিবার দিনদুপুরে চুরির ঘটনা ঘটে ফুলবাড়ির চুনাভাটি এলাকায়। বাড়ি ফাকা পেয়ে সোনার অলঙ্কার সহ নগদ টাকা চুরি করে চম্পট দেয় চোর। এই ঘটনার অভিযোগে তদন্তে নেমে চুরির সামগ্রী সহ ১ জনকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ। ধৃত ব্যাক্তির নাম সঞ্জয় রায় ওরফে লাদেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গতকাল দুপুরে বাড়ির মালিক গোবিন্দ পাল
ডাক্তারের কাছে যায় তাঁর মেয়ের সাথে। সেইসময় বাড়িতে কেউ ছিলেন না। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে দেখেন যে ঘরের তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ঘরে জিনিসপত্র লন্ডভন্ড করে সোনার অলঙ্কার সহ নগদ কিছু টাকা চুরি করে পালিয়েছে চোর। এরপরই খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই মেলে সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ভক্তিনগর বাজার থেকে টোটো সহ লাদেনকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সোনার অলঙ্কার ও নগদ অর্থ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক টোটো নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এরপর সুযোগ বুঝে চুরি, ডাকাতি করে। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আঁদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।