#ফুলবাড়িতে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার।।
ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজীব নগর এলাকায়। মৃত ছাত্রীর নাম রিমি মৌলিক (১৪)। নবম শ্রেনীর ছাত্রী ছিল কিশোরী। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।
শুক্রবার সন্ধ্যায় প্রতিদিনের মত সন্ধ্যায় বাড়িতেই ছিল রিমি। তার মা কাজ থেকে বাড়ি ফিরে এসে অনেকক্ষন ডাকাডাকির পরও কোন সাড়াশব্দ না পাওয়ায় পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে কিশোরীর ঝুলন্ত দেহ দেখতে পায়। তড়িঘড়ি ফুলবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।
জানাগেছে তাদের বাড়ি কোচবিহারের চিলকির হাট এলাকায়।বাবা মারাগেছে তিন বছর আগে। কয়েকবছর থেকে ফুলবাড়িতে মেয়ে ত্রিয়শকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন মা মিনতি মৌলিক। তবে কি কারণে এমন ঘটনা ঘটালো ওই কিশোরী। তদন্ত করছে পুলিশ।