#ফুরিয়ে গিয়েছিল অক্সিজেন! হাসপাতালে ২ মাসের শিশুর মৃত্যু।।
এক শিশু হাসপাতালের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। অসুস্থ শিশুর নাকে লাগানো অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল চত্বর। পরিবারের দাবি, এদিন দুপুরেই হাসপাতালের গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই শিশুর।
জানা গেছে, জ্বর নিয়ে গত ২২ তারিখ হাসপাতালে ভর্তি হয় ওই ২ বছরের শিশু। অক্সিজেনের সাহায্যেই চিকিৎসা চলছিল বলে পরিবারের তরফে জানানো হয়। পরিবারের অভিযোগ, অক্সিজেন শেষ হয়ে যাওয়ার পর সঠিক সময় অক্সিজেন রিফিল করা হয়নি, তার জেরেই মৃত্যু হয়েছে ২ বছরের শিশুর। ওই পরিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের ঘরে প্রবেশ করেন শিশুর আত্মীয়রা। অভিযোগ, তখনই দেখা যায় অক্সিজেন শেষ হয়ে গিয়েছে, খোলা রয়েছে নলটি। এই দৃশ্য দেখে তড়িঘড়ি নার্স বা চিকিৎসকদের ডাকতে থাকেন তাঁরা। তখন আবার নল লাগিয়েও দেওয়া হয়। পরে সন্ধ্যায় জানানো হয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত হাসপাতালের তরফ মৃত্যর আসল কারণ জানানো হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।