#ফাসিদেওয়ার জাতীয় সড়কের পাশ থেকে এক মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার ।।
সাতসকালে জাতীয় সড়কের পাশে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধারের। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। সোমবার ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের রহমুজোত এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়ক তথা ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস রোডের পাশে একটি বিস্কুট কারখানার ঠিক উলটোদিকে মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা।
এরপর খবর পেয়ে ফাঁসিদেওয়া থানা এবং ফাঁসিদেওয়া-ঘোষপুকুর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার মৃত্যু কিভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পরই সেই বিষয়টি স্পষ্ট হবে। ইতিমধ্যেই মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ফাসিদেওয়া থানার পুলিশ।