#প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারে, পাকস্থলী থেকে মদের বোতল বের করে যুবকের প্রাণ বাঁচালেন ডাক্তাররা।।
যুবকের পেটে মদের বোতল। প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারে পাকস্থলী থেকে মদের বোতল বের করে যুবকের প্রাণ বাঁচালেন ডাক্তাররা। নেপালের ঘটনা বলে জানা গেছে। ২৬ বছরের ওই যুবকের নাম নুরসাদ মানসুরি। পেটে অসহ্য যন্ত্রণা, মলদ্বারে রক্তপাত নিয়ে হাসপাতালে এসেছিলেন ওই যুবক। আলট্রাসোনোগ্রাফি করে ডাক্তাররা দেখে যে যুবকের পেটের ভেতর বোতল রয়েছে। এরপরই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তাররা। ওই যুবক জানান, মদ্যপ অবস্থায় তাঁর এক বন্ধুর সঙ্গে ঝামেলা হয়। সেই বন্ধুই পায়ু দিয়ে মদের বোতল ঢুকিয়ে দেয়।
ঘটনায় যুবকের ওই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাক্তাররা জানান, বোতলটি মলদ্বারে গভীর ক্ষত করেছে। সেটি ভেঙে পেটের ভেতরে ঢুকে গিয়েছিল। অন্ত্রের কিছু জায়গায় ক্ষত হয়েছে। তবে বোতলটি পুরোপুরি ফেটে গেলে আরও বেশি ক্ষতি করত বলে জানান ডাক্তাররা। তবে তার আগেই বের করে দেওয়া হয়েছে। যুবকের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। পুলিশ সুপার বীর বাহাদুর মগর বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। ঘটনায় যারা জড়িত সকলকে শাস্তি দেওয়া হবে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।