#প্রাক্তন বায়ুসেনা আধিকারিক ও স্ত্রীর রহস্যমৃত্যু, ঘটনায় চাঞ্চল্য।।
প্রাক্তন বায়ুসেনা আধিকারিক এবং তাঁর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। মৃত আধিকারিকের নাম অজয় পাল(৩৭)। জানা গিয়েছে, কাজ থেকে স্বেচ্ছাবসর নিয়েছিলেন তিনি।
জানা গেছে, অজয়ের সঙ্গে বছরখানেক আগে মণিকার বিয়ে হয়। দক্ষিণ দিল্লিতে থাকতেন ওই দম্পতি। বুধবার মণিকা দেখতে পান বাড়িতে তার স্বামী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষপানেই মৃত্যু হয়েছে তার বলে হাসপাতালের তরফে জানানো হয়। বাড়ি ফিরে মণিকা নিজেও বিষ খান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে। কী কারণে আলাদা আলাদা সময়ে বিষপান করলেন ওই দম্পতি তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্ত শুরু হয়েছে।