#প্যাঙ্গোলিন পাচারের অভিযোগে ধৃত তৃণমূলের উপপ্রধানকে জেল হেপাজতের নির্দেশ দিল আদালত।।
প্যাঙ্গোলিন পাচারের চেষ্টার অভিযোগে ধৃত তৃণমূলের উপপ্রধানকে জেল হেপাজতের নির্দেশ দিল আদালত। শনিবার ধৃত জেমস বড়গাঁওকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জেরা করে পাচারচক্রের ঘটনায় বেশ কিছু তথ্য উঠেছে এসেছে। একজন শাসকদলের নির্বাচিত জনপ্রতিনিধি বন্যপ্রাণী পাচারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
প্যাঙ্গোলিন পাচারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হন কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জেমস বড়গাঁও। শুক্রবার প্যাঙ্গোলিন সহ তাঁকে গ্রেফতার করা হয়। বন দপ্তর সূত্রে জানা যায়, প্যাঙ্গোলিনটি অসম থেকে পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল। নম্বরপ্লেটহীন বাইকে করে এটি নিয়ে যাওয়া হচ্ছিল। বাইকটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ।ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে। এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক জানান, এই ধরনের কার্যকলাপ দল বরদাস্ত করবে না। আইন আইনের পথে চলবে। দলগতভাবেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।