#পূর্ব সিকিমে প্রবল তুষারপাতের কারণে আটকা পড়া ৩৭০জন পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী।।
১১ মার্চ ২৩ বিকেল থেকেই সিকিমের আবহাওয়া খারাপ হতে থাকে। বিকেলের দিক থেকেই পূর্ব সিকিমের এই নাথুলা ও ছাঙ্গু লেকে তুষারপাত শুরু হয়। তুষারপাত এর কারণে প্রায় ১০০টি যানবাহন এবং প্রায় ৪০০ পর্যটক সহ নাতুলা ও চাংগু থেকে ফিরে এসে আটকা পড়ে। সিভিল পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় ত্রিশক্তি কোর সৈন্যরা অবিলম্বে অ্যাকশনে আসে এবং উদ্ধার অভিযান অপারেশন হিমরাহাট শুরু করে।
শনিবার রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৩৭০ জন পর্যটককে উদ্ধার করে নিরাপদে আশ্রয় দেওয়া হয়েছে। সৈন্যরা ১৭৮ জন পুরুষ, ১৪২ জন মহিলা এবং ৫০ জন শিশু সহ ৩৭০ জন পর্যটকের থাকার জন্য আবাসনের ব্যবস্থা করে। সকালে রাস্তা খোলার জন্য GREF-এর সাথে বিস্তারিত কাজ শুরু করা হয়।
শনিবার রাতে সিকিমের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রবল তুষারপাতের জেরে নাথুলা ও ছাঙ্গু থেকে যাতায়াতের রাস্তায় একশোরও বেশি গাড়ি আটকে পড়ে। এরপর বরফ সরিয়ে তাঁদের উদ্ধারকাজ চালু হয়। রাতে ১৪-১৫টি পর্যটকবোঝাই গাড়িকে ওই অবস্থা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে অনেককেই নিকটবর্তী সেনা ছাউনিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের গরম পোশাক দেওয়ার পাশাপাশি খাবারের ব্যবস্থাও করেছে সেনা।
শনিবার বিকেল থেকে পূর্ব সিকিমে হঠাৎই প্রবল তুষারপাত শুরু হয়। এর জেরে পূর্ব সিকিমের নাথুলা ও ছাঙ্গুতে আটকে পড়েন পর্যটকেরা। পাহাড়ি রাস্তার মধ্যেই দীর্ঘক্ষণ আটকেছিলেন তাঁরা। খবর পেয়েই উদ্ধারকাজে নামে সেনাবাহিনী। রাতেই ঘটনাস্থল থেকে অধিকাংশ মানুষকে সরানো সম্ভব হয়। তবে তারপরেও যেহেতু বহু পর্যটক সেখানে আটকেছিলেন, তাই উদ্ধারকাজ মাঝরাতেও জারি ছিল।