#পুরোন ডিআই ফান্ড মার্কেট নুতন ভাবে সাজিয়ে তোলার কথা জানান মেয়র গৌতম দেব।।
২০০ বছরের পুরোন ডিআই ফান্ড মার্কেট পুরনিগম নুতন ভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছেন, বলে জানান মেয়র গৌতম দেব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিআই ফান্ড মার্কেট শতাব্দী প্রাচীন। যদিও এখানে কোনও শৌচালয় এবং জল নিষ্কাশনের ব্যবস্থা ছিল না। যা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল ব্যবসায়ী ও ক্রেতাদের। তাঁরা শৌচালয় নির্মাণের দাবি জানিয়েছিলেন। সেই দাবির কথা মাথায় রেখে এদিন সুলভ শৌচালয়ের উদ্বোধন করা হল।
মঙ্গলবার শিলিগুড়ির শতাব্দী প্রাচীন ডিআই ফান্ড মার্কেটে সুলভ শৌচালয়ের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদের সদস্য শিক্তা দে বাসু রায়, মানিক দে সহ ব্যবসায়ী সমিতির সদস্যরা। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, শহরের বিভিন্ন বাজারের পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ করা হবে।