#পুরানো একটি মামলায় অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হল দুবরাজপুর আদালতে।।
অনুব্রত মণ্ডলকে পুরানো একটি মামলায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে দুবরাজপুরে। জানা গেছে দুবরাজপুর আদালতে আজ তাঁকে তোলা হবে। এদিকে,সোমবার অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে বের করে গাড়িতে তোলা হয় অনুব্রতকে। জানা গেছে, ২০১৪ সালের ৩ জুন অনুব্রত মণ্ডল পুলিশকে বোমা মারার নিদান দিয়েছিলেন। সেই দিনই পুলিশের ওপর আক্রমণ হয় দুবরাজপুরে। সেখানে বোমার আঘাতে অমিত চক্রবর্তী নামে এক রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টার জখম হন। ৫০ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু হয়েছিল এই পুলিশ কর্মীর। সেই ঘটনায় ১৭ জন গ্রেপ্তার হলেও পরে সকলেই দুবরাজপুর আদালতে বেকসুর খালাস হন। সেই মামলায় সেই সময় নাম ছিল না অনুব্রত মণ্ডলের। তাহলে কি সেই মামলায় নতুন করে তাঁর নাম ঢুকল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের একটি দল এদিন অনুব্রত মণ্ডলকে নিয়ে রওনা হয়ে গিয়েছেন দুবরাজপুর আদালতের দিকে।
দুবরাজপুরে নিয়ে গিয়ে প্রথমে অনুব্রত মণ্ডলের মেডিক্যাল চেকআপ হবে। তারপর তাঁকে আদালতে তুলবে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সাড়ে ৮ বছরের পুরোনো মামলায় নতুন করে একটি অভিযোগ দায়ের হয়েছে অনুব্রত মণ্ডলের নামে। সেই অভিযোগের ভিত্তিতেই দুবরাজপুর আদালতে তোলা হবে কেষ্টকে। আদালতে পুলিশের পক্ষ থেকে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলে জানা যাচ্ছে। এবার বিচারক নতুন এফআইআর-এর ভিত্তিতে অনুব্রতর পুলিশ হেফাজতের নির্দেশ দেন, নাকি তাঁকে ফের জেলে ফেরত পাঠিয়ে দেন সেটাই এখন দেখার বিষয়। সেই দিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।