#পুকুর থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।।
পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি কালাইবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম বিশ্বজিৎ মুর্মু(১৯)। বাড়ি ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি কালাইবাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মাছ ধরার নাম করে বাড়ি থেকে বের হয় ওই যুবক। তারপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। অবশেষে এদিন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরের মধ্যে ওই যুবকের মৃতদেহ দেখতে পাওয়া যায়। ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ বলে জানা গেছে।