#পিকনিক থেকে ফেরার পথে বাস উলটে দুর্ঘটনা, মৃত ২।।
৪৮ জন স্কুলপড়ুয়াকে নিয়ে পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। মৃত্যু হয় দুই কিশোর-কিশোরীর। জানা গেছে রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের রায়গড়ে। দুর্ঘটনায় আহত হয়েছে বাকি পড়ুয়ারা। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেম্বুরের একটি কোচিং সেন্টার থেকে দশম শ্রেণির পড়ুয়াদের লোনাভালায় নিয়ে যাওয়া হয়েছিল পিকনিকে। সারাদিন সেখানে কাটিয়ে, সন্ধ্যায় চেম্বুরে ফিরছিল বাসটি। লোনাভালা থেকে ১৪ কিলোমিটার আসার পর মুম্বই-পুণে হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায়। দুর্ঘটনায় বাসভর্তি সব পড়ুয়া গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর আহত ছাত্রদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দু’জনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।