#পারিবারিক বিবাদের জেরে, খুন এক ব্যাক্তি।।
বিয়ের প্যান্ডেল করা নিয়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে খুন হতে হল এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার করণদিঘি ১ গ্রাম পঞ্চায়েতের ছোট শহর গ্রামে। জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা মহম্মদ খুর্সিদের মেয়ের বিয়ে। সেই কারণে দাদা ফায়েকের জমিতে প্যান্ডেল বাধায়ের কাজ চলছিল বুধবার বিকেলে। বাড়িতে ঢোকার জন্য রাস্তা ছেড়ে প্যান্ডেল বাধার কথা খুর্সিদকে বলেন মহম্মদ ফায়েক। তা নিয়েই প্রথমে বচসা তারপরে হাতাহাতি থেকে মারপিঠ। গুরুতর আহত হন ফায়েক সহ আরও দুই জন। তাঁদের করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। ফায়েকের পরিবারের সদস্যরা তাঁকে পুর্নিয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন রাতেই মৃত্যু হয় ফায়েকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় করণদিঘি থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।