#পাড়ুইয়ের ভেড়ামারি গ্রামে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ।।
পঞ্চায়েতের আগে ফের বিস্ফোরণ বীরভূমে। তৃণমূলের বুথ সপভাপতির বাড়িতে বোমা মজুতের অভিযোগ উঠছে। জানা গিয়েছে, ঘটনায় জখম হয়েছেন ২ জন।
তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ। ভেঙে পড়ল কংক্রিটের বাড়ি৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে পাড়ুই থানার অন্তর্গত ভেড়ামারি গ্রামে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য হাফিজুল শেখের বাড়িতেই বোমা বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মূল বাড়ির পাশে তার একটি কংক্রিটের বাড়ি ছিল৷ সেখানে বিপুল পরিমাণ বোমা মজুত করে রাখা ছিল৷ সেখানেই বিস্ফোরণ হয়৷ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা৷ এরপর খবর পেয়ে বোলপুরের এসডিপিও নিখিল আগরওয়ালের নেতৃত্বে পুলিশ এলাকায় যায়৷ ঘটনার পর থেকে পলাতক ওই তৃণমূল নেতা ও তাঁর পরিজনরা। কার্যত থমথমে রয়েছে গ্রাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।