#পাচারের আগে বাজেয়াপ্ত সেগুন কাঠ।।
নকশালবাড়ি: পানিঘাটা থানার পুলিশ অভিযানে নেমে কাঠবোঝাই গাড়ি আটক করল। শনিবার গভীর রাতে জিটিএ এলাকার অন্তর্ভুক্ত কদমা বনাঞ্চল থেকে কাঠ বাজেয়াপ্ত করা হয়। তবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পাচারকারীরা।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কদমা বনাঞ্চল থেকে সেগুন গাছ কেটে পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে অভিযানে নামে পুলিশ। কদমা বনাঞ্চল থেকে ২০টি সেগুন গাছের লগ সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। যদিও পাচারকারীরা পুলিশকে দেখে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ পরে কাঠ ও গাড়িটি পানিঘাটা রেঞ্জের হাতে তুলে দেয়। পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।