#পাচারের আগের লক্ষাধিক টাকার বার্মা টিক কাঠ উদ্ধার।।
ফিল্মি কায়দায় মিষ্টি কুমড়ো ভর্তি গাড়ির নিচে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার বার্মা টিক কাঠ। অভিযান চালিয়ে পাচারের আগে প্রায় ৫০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় গ্রেফতার ২জন ।
সোমবার ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে জলপাইগুড়ি রানীনগর এলাকা থেকে মিষ্টি কুমড়ো বোঝাই একটি ১৪ চাকার লরি আটক করে বেলাকবা বন দফতরের কর্মীরা। আর সেই গাড়িতেই মিষ্টি কুমড়োর নিচেই ছিল প্রচুর বার্মা টিক কাঠ।
জানাগেছে গৌহাটি থেকে কোলকাতায় পাচারের উদ্দেশ্যে কাঠ গুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করেছে বন দফতর। ধৃতরা হলো সৈয়দ নাঈম ও শেখ কলিম এরা দুজনেই মহারাষ্টের বাসিন্দা বলে জানাগেছে। উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।