#পাচারের আগেই প্রায় ৮০ সিএফটি শাল কাঠ উদ্ধার হল।।
বক্সা জঙ্গল থেকে গাছ কেটে নদীপথে কাঠ পাচার করার আগেই অভিযান চালিয়ে কাঠ পাচার রুখে দিল বনকর্মীরা।জানা গিয়েছে, বক্সার জঙ্গল থেকে কাঠ মাফিয়ারা গাছের লক কেটে নদীপথে পাচার করার চেষ্টা করছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে বনকর্মীরা কুমারগ্রাম ব্লকের কাঞ্চিবাজার এলাকা থেকে পিছু ধাওয়া করে রায়ডাক রেল ব্রিজ এলাকায় কাঠ গুলি উদ্ধার করে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ। যদিও এই ঘটনায় কাওকে গ্রেফতার যায়নি। পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
এই বিষয়ে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জার বলেন, প্রায় ৮০ সিএফটি শাল কাঠ বাজেযাপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর বলে জানা গেছে।