#পাচারের আগেই প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার।।
পাচারের আগেই প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার। আগে থেকে খবর পেয়ে একটি বাসে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল তপন থানার রামপুর ফাঁড়ির পুলিশ। ঘটনায় বাসের চালক ও কনডাক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল মুর্তুজা শেখ (৩৪) ও সুরজ শেখ (৩৭)। তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে বলে জানা গেছে।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে রামপুর বাজারে ৫১২ নম্বর জাতীয় সড়কের রামপুর হাইস্কুলের সামনে ওই বাসটিকে দাড় করিয়ে তাতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে বাসটি থেকে প্রায় ৩৮০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। তপন থানার পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে বাসটি কুমারগঞ্জে যাচ্ছিল। চালক ও কনডাক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।