#পরীক্ষা দিতে যাওয়ার আগে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার।।
মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল সল্টলেকের সিজে ব্লকের ১৭ নম্বর বাড়িতে।। সল্টলেকের সিজে ব্লকের বাড়ির সিঁড়ির রেলিং সঙ্গে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মাধ্যমিক ছাত্রীর দেহ। মৃত ছাত্রীর নাম আনমনা রায়। বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ে পড়ত সে। বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল তার। কিন্তু সেই পরীক্ষা সম্পূর্ণ করল না ওই ছাত্রী। পরীক্ষা দিতে যাওয়ার আগে আত্মঘাতী হয়ে নিজের জীবন শেষ করলেন তিনি।
জানা গেছে, সল্টলেকের সিজে ব্লকের ১৭ নম্বর বাড়িতে কেয়ারটেকার হিসাবে থাকত মৃত ছাত্রীর পরিবার। বাবা, মা ও ভাইয়ের সঙ্গে সেখানে থাকত সে। তাঁর মা পরিচারিকার এবং বাবা মিস্ত্রির কাজ করেন বলে জানা গিয়েছে। ওই বাড়ির সিঁড়ির তলাতেই মায়ের শাড়ি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় মাধ্যমিক পরীক্ষার্থী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি কেন এই আত্মহত্যা তা জানার চেষ্টাও চলছে। ওই ছাত্রীর মোবাইল পরীক্ষা করে দেখছে পুলিশ।