#পরিত্যক্ত পাথর খাদানের জলে চারটি মৃতদেহ ভাসতে দেখা যায়, তদন্তে পুলিশ।।
পরিত্যক্ত পাথর খাদানের জলে ভাসছে চারটি মৃতদেহ। রবিবার এই ঘটনার কথা জানাজানি হতেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাল্লার গাড়ু পাড়া এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পরবর্তীতে ঘটনাস্থলে যায় জেলা ডিজাস্টার ম্যানেজমেন্টের বিশেষ উদ্ধারকারী দল। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় গভীর খাদানে উদ্ধারকারী দল নামতে পারেনি। বর্তমানে গোটা এলাকায় আলো লাগানোর কাজ চলছে।
প্রাথমিকভাবে তদন্তে পুলিশের অনুমান, চারটি মৃতদেহর মধ্যে দুটি বাচ্চা, একজন পুরুষ ও একজন মহিলা রয়েছে। কী করে তাঁরা সেখানে পড়ে গেলেন, তাও পরিষ্কার নয়। এই খাদানের পাশ দিয়ে রাস্তা আছে। অনুমান, এই চারজন বাইকে করে যাওয়ার সময় জলে পড়ে গিয়ে থাকতে পারে। বা অন্য কিছু হতে পারে বলে মনে করছে পুলিশ।
আসানসোল পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর উৎপল সিনহা বলেন, ‘এদিন বিকেলের পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে এলাকায় আসে। গভীর পাথর খাদানের জলে চারটি মৃতদেহ ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে থানায় জানানো হয়। তারপর পুলিশ আসে। এমন কোন খবর নেই যে, এই এলাকায় চারজন নিখোঁজ রয়েছে। গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এই এলাকাটি খুবই বিপজ্জনক। কিছুদিন আগেই এই খাদান থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। প্রশাসনের কাছে, গোটা এলাকায় ফেনশিং বা ঘিরে দেওয়ার দাবি করা হচ্ছে।।‘