#পরিত্যক্ত একটি গোডাউনে বিধ্বংসী আগুন।।
জানা গেছে , দমকলকর্মীদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। ওই গোডাউনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সাল থেকে গোডাউনটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।