#পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছুটিতে আসা এক জওয়ানের। বিক্ষোভ গ্রামবাসীদের।।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছুটিতে আসা এক জওয়ানের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মুরগিভিটা গ্রামে। প্রতিদিনের মতো এদিনও সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ সেই সময়ই একটি বালি বোঝাই ট্রাক পিছন দিক থেকে এসে তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হয় অঞ্জন রায় নামে ওই সেনাকর্মী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার খবর চাউর হতেই এলাকায় তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য, এই এলাকায় এমন দুর্ঘটনা নতুন নয়। রাস্তা চওড়ায় ছোট হওয়ার কারণে এই এলাকায় বার বার দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ গ্রামবাসীদের। তাঁদের বক্তব্য, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের তরফে রাস্তা চওড়া হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনও পূরণ হয়নি।
বেলাকোবা ও রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে, বিক্ষুব্ধ গ্রামবাসীদের ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের উপরেও। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যান জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণও। কিন্তু তাঁকেও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়। সব মিলিয়ে পরিস্থিতি এখনও বেশ তপ্ত হয়ে রয়েছে রাজগঞ্জে।