#পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক রেলকর্মীর।।
কালচিনি ব্লকের গাড়োপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক রেলকর্মীর। জানা গিয়েছে, গতকাল রাতে প্রকাশ তির্কি নামে এক রেলকর্মী ডিউটি সেরে বাইকে করে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে। প্রকাশ তির্কির সঙ্গে বাইকে তার দুজন বন্ধু ছিল বলে জানা গেছে। গাড়োপাড়া এলাকায় একটি গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাইকে থাকা তিনজনই গুরুতর আহত হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় ও কালচিনি থানার পুলিশ তিনজনকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রকাশ তির্কিকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।