#পথ দুর্ঘটনায় মৃত্যু মা ও ছেলের।।
বেপরোয়া বালির গাড়ির ধাক্কায় মৃত মা ও ছেলে। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় গড়বেতা থানার আমঝুপি এলাকায়। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে রসকুন্ডু এলাকায় অনুষ্ঠান দেখে পাঁচ বছরের ছেলে দীপ সোরেনকে নিয়ে বাড়ি ফিরছিলেন তার মা নমিতা সোরেন। পথে দ্রুত গতিতে আসা একটি বালির গাড়ি সজোরে ধাক্কা মারে দু’জনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুর। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার মায়েরও। খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বালির গাড়ির দৌরাত্ম্য চলছে। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।