#পথ দুর্ঘটনায় ভোটকর্মীর মৃত্যু, আহত ১২।।
দোয়াং এলাকার থিলং সেতুর কাছে উল্টে গেলো ভোটকর্মীদের গাড়ি। নির্বাচন কেন্দ্রে আসার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভোটকর্মীর। আহত হয়েছেন অন্তত ১২ জন। দোয়াং এলাকার থিলং সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, কয়েকজন নির্বাচনি আধিকারিক ভোটগ্রহণের জন্য গাড়িতে করে বিধানসভা এলাকার সানগ্রো এলাকায় আসছিলেন। তাঁদের সঙ্গে বেশ কয়েকটি ইভিএম মেশিন এবং নির্বাচনের জন্য দরকারি জিনিসপত্র রাখা ছিল বলে জানা গেছে। থিলং সেতুর কাছে উলটে যায় গাড়িটি। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় এক নির্বাচনি আধিকারিকের। আহত হয় অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার নাগাল্যান্ডে ৬০টি আসনে বিধানসভা নির্বাচন। সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ওখার ডেপুটি কমিশনার এবং জেলা নির্বাচনি আধিকারিক অজিত কুমার জানান, প্রয়োজনে নির্বাচনের জন্য নতুন করে ইভিএম মেশিন আনা হবে। ওই কেন্দ্রে নির্বাচনি আধিকারিকদের নতুন একটি দল পাঠানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।