#পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা, আহত আরও দুই।।
বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। আহত আরও দুই। মৃতের নাম টিয়া ঠাকুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে,পূর্ব বর্ধমান জেলার রথ তলার বাসিন্দা টিয়া ঠাকুর(৩৮) ।
জানা গেছে তিনি রবিবার স্বামী ও ভাইয়ের সঙ্গে বাইকে করে বাঁকুড়ার বিষ্ণপুরে যাচ্ছিলেন মন্দির পরিদর্শনের জন্য। তখনই এই দূর্ঘটনা। বাইকটিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে একটি দ্রুত গতিতে আসা একটি বেসরকারি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় টিয়া ঠাকুরের।
এই ঘটনায় গুরুতর জখম হন অপর দুই ব্যক্তি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। আহত দু’জনকে ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে।