#পড়ুয়াদের ট্যাবের টাকা নিজেদের অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগে, গ্রেপ্তার দুই যুবক।।
পড়ুয়াদের ট্যাবের টাকা হাতিয়ে নিজেদের অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল কলকাতা সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত ব্যাক্তিরা হল কাইসার আলম ও হানিফুল ইসলাম। এরা দুজনেই চোপড়া থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বুধবার ধৃতদের ইসলামপুর আদালতে তোলা হলে ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেওয়া হয়। এদিকে ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগে দুজনের গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, মানিকতলা হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর তালিকাভুক্ত পড়ুয়াদের স্মার্ট ফোনের জন্য কর্তৃপক্ষ রাজ্য সরকারের নির্ধারিত পোর্টালে যাবতীয় তথ্য সহ নাম আপলোড করা হয়। পড়ুয়াদের ১০ হাজার করে ট্যাবের টাকার ম্যাসেজ মোবাইলে আসলেও বাস্তবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ঘটনার পর ওই স্কুলের টিআইসি নিখিলকুমার কুন্ডু অভিযোগ জানায় সংশ্লিষ্ট দপ্তরে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে ধৃত কাইসার আলম ও হানিফুল ইসলামের অ্যাকাউন্টে পড়ুয়াদের ট্যাবের টাকা ঢুকেছে। তদন্তে নেমে পুলিশ এদিন ওই দুজনকে গ্রেপ্তার করে কোর্টে পাঠায়। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।