#পঞ্চায়েত নির্বাচনের আগে, উদ্ধার আগ্নেয়াস্ত্র।।
পঞ্চায়েত নির্বাচনের আগেই বড় সাফল্য পুলিশের। নদিয়ার পলাশি থেকে গ্রেফতার আন্তঃ রাজ্য আগ্নেয়াস্ত্র পাচার চক্রের চার সদস্য। উদ্ধার ২ টি আগ্নেয়াস্ত্র। বেআইনি আগ্নেয়াস্ত্রর সঙ্গে উদ্ধার ১০ কেজি বিস্ফোরক। পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করেই অস্ত্র এবং বিস্ফোরকের বরাত দেওয়া নেওয়া চলছে বলে অনুমান গোয়েন্দাদের।
ধৃতদের মধ্যে দুজন নদিয়ার বাসিন্দা, দুজন মুর্শিদাবাদের বাসিন্দা। নদিয়ার কালীগঞ্জে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনার পর তৎপর পুলিশ প্রশাসন। এলাকায় চলছে টানা তল্লাশি অভিযান। আগে থেকেই খবর ছিল তদন্তকারীদের কাছে যে চার জন যুবক বাইরে অস্ত্র নিয়ে যাচ্ছিল। শনিবার বিকালে কালীগঞ্জের পলাশি থেকে চার জন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়।