#নেপালের পোখারায় বিমান দুর্ঘটনা, এখন পর্যন্ত মৃত ৫ ভারতীয় সহ অন্তত ৪০।।
ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল নেপালে। পোখরাতে রবিবার সকালে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। ইয়েতি এয়ারলাইন্সের ৭২ আসনের ওই বিমান নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা আসছিল। সেই আসার পথে পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে তা ভেঙে পড়ে বলে জানান ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাউলা।
এয়ারলাইন্স সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু ছিলেন। দুর্ঘটনার বেশ কিছু ছবি ইতিমধ্যই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বিমানটি যেখানে পড়ে আছে সেখানে আগুন জ্বলছে। এবং আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে। তাঁরা উদ্ধার কাজে ইতিমধ্যেই শুরু করেছে ।দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু খবর সামনে এসেছে। ১৬ জনের দেহ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বলে নেপালের উদ্ধারকারী দল জানিয়েছে। ওই বিমানে পাঁচ জন ভারতীয়ও ছিলেন।
জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে প্রথমে আগুন ধরে এবং পরে অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয়।