#নেই দুটি হাত, দু পায়ে ট্র্যাক্টর চালিয়ে সাবলম্বী প্রতিবন্ধী যুবক।।
দু’হাত না থাকা ছেলে সুজিতকে পরমস্নেহে লালন পালন করে বড় করে তোলেন তার বাবা মা। আজ ৩৭ বছর বয়সে পৌছে যাওয়া আইটিআই পাসকরা যুবক সুজিত দাঁ এখন তাঁর দুই পা দিয়ে ট্র্যাক্টর চালিয়ে নিজের অন্নের সংস্থান করছেন। সকল শারীরিক প্রতিবন্ধীদের কাছেও সুজিত প্রেরণা হয়ে উঠেছেন।
পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার প্রত্যন্ত উচালন গ্রামের বাসিন্দা সুজিত দাঁ। তাঁদের যৌথ পরিবার। ছোট বয়সেই সুজিত তাঁর বাবা স্বপন দাঁ কে হারান। বাড়িতে বিধবা মা পুতুলদেবী সহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। সুজিত জানান, হার না মেনে সংগ্রাম করে বেঁচে থাকার প্রেরণাটা ছোট বয়সে তাঁকে গ্রামের মাস্টার মশাই শক্তিপদ ভট্টাচার্য্য যুগিয়েছেন। পায়ে পেনসিল গুঁজে দিয়ে ওই মাস্টার মশাই তাঁকে লেখা পড়া শিখিয়েছেন। তার পর থেকে পা দিয়েই লেখেন। এভাবেই তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পাশাপাশি আইটিআই সার্ভে ডিপ্লোমা কোর্সও সম্পূর্ণ করেন।
সুজিত দাঁ জানান, “তিনি আইটিআই পাশ কারার পর ডিভিসির চাকরির পরীক্ষায় বসে এবং পাসও করেন তিনি। প্যানেলে তাঁর নামও উঠেছিল। কিন্তু ২০১১ সালে রাজ্য রাজনীতিতে পালাবদলের পর সব কোথায় কি হয়ে যায় তার কিছুই তিনি জানতে পারেন নি”। এর পর আর বসে না থেকে এক পরিচিত চালকের সাহায্য নিয়ে তিনি দুই পা দিয়েই ট্র্যাক্টর চালানো শেখেন। সুজিত জানান, “ট্র্যাক্টর চালিয়েই তিনি প্রথম উপার্জন করা শুরু করেন। এখন ট্র্যাক্টর চালানোর পাশাপাশি ধানের ব্যবসাও করেন”।
মা পুতুলদেবী গর্বের সঙ্গে জানান, নিজের প্রচেষ্টায় ও ঈশ্বরের কৃপায় আজ তার ছেলে সুজিত শুধু নিজেই সাবলম্বি হয়নি, অন্য প্রতিবন্ধীদেরও জীবন সংগ্রামের দিশা দেখাচ্ছে। সরকারের কাছে আবেদন করেছেন যাতে সুজিতের একটা স্থায়ী সরকারি চাকরি হয়।