#নিষিদ্ধ কাশির সিরাপ সহ গ্রেফতার ১||
কাশির সিরাপ সহ এক ব্যক্তিকে আটক করলো খড়িবাড়ী থানা পুলিশ। হেফাজতে নেওয়া ব্যক্তির নাম তাপস রায় বয়স ২৯। তিনি খোরিবাড়ি থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
খড়িবাড়ী থানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ী থানা এলাকার রাণীগঞ্জ পিপি কেওসি অনুপ কুমার বৈদ্যের নেতৃত্বে সতীশ চন্দ্র টি এস্টেট, হাটখোলার কাছে বাইক আরোহী এক যুবককে আটক করে এবং তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ২৫ বোতল কাশির সিরাপ উদ্ধার করা হয়।
এরপর ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে নিষিদ্ধ কাশির সিরাপ ও বাইক আটক করে ওই যুবককে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয়। জানা গেছে, ওই ব্যক্তি কাশির সিরাপ নিয়ে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তার আগেই খড়িবাড়ি থানা পুলিশ তাকে ধরে ফেলে।খড়িবাড়ি থানা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরে, আটক যুবককে সোমবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।