#নিশীথ প্রামাণিকের কনভয় ঘিরে বিক্ষোভের অভিযোগ।।
শনিবার উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কালো পতাকা দেখান বিক্ষোভকারীরা। কোচবিহারের দিনহাটা বুড়িরহাটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা। গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল পাথর, চললো বোমাবাজি। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক দিনহাটার বুড়িরহাট এলাকায় জন সংযোগ করতে বের হন। অভিযোগ, সেখানে তাকে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। তৃণমূলের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল যেখানে যেখানে নিশীথ প্রামানিক যাবে সেখানে তাকে কালো পতাকা দেখানো হবে।সেই অনুযায়ী আজ নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখানো হয়। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি বেধে যায়। এমনকী ঘন ঘন বোমাবাজিরও অভিযোগ ওঠে। হাতবোমা ছোড়ার অভিযোগ তোলেন নিশীথ। ইটবৃষ্টিও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানো গ্যাস ছোঁড়ে পুলিশ।
নিশীথের কথায়, দলের কর্মীদের সঙ্গে দেখা করতে দলীয় কর্মসূচি নিয়ে বেরিয়েছিলেন তাঁরা। সেখানে এই হামলা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথায়, “এটা তো প্রাণে মেরে ফেলার চেষ্টা। রাজনৈতিকভাবে লড়াই করে পারছে না। এখন এসব করছে। বাংলার রাজনৈতিক পরিস্থিতিটা যা হয়েছে, সাধারণ মানুষ তা মেনে নেবেন না।”