#নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ট্র্যাক্টর। মৃত১।।
নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ট্র্যাক্টর। ঘটনায় মৃত্যু হয়েছে চালকের, জখম হয়েছেন আরও একজন। শনিবার চোপড়া থানার সোনাপুর ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। মৃত ব্যাক্তির নাম সঞ্জীত দাস (২৬)। জানা গিয়েছে, এদিন ওই এলাকায় একটি ট্র্যাক্টর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যাওয়াতে এই বিপত্তি। ঘটনাস্থলে মারা যায় গাড়ির চালক। ঘটনায় জখম ব্যাক্তিকে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ বলে জানা গেছে।