#নিখোঁজ গৃহবধূ্র দেহ ভেসে উটলো পুকুরে, তদন্ত শুরু পুলিশের।।
নিখোঁজ গৃহবধুর দেহ ভেসে উঠলো বাড়ির পাশের পুকুরে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায়। জানা গিয়েছে, মন্দিরবাজার থানা এলাকার দয়ারামপুরের বাসিন্দা মিঠু বৈদ্য রবিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যান। মিঠুর স্বামী কার্তিক বৈদ্য রবিবার বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। আর তারপর থেকেই স্ত্রী মিঠু নিখোঁজ হয়ে যান। রবিবার বিকেল থেকেই পরিবারের সদস্যরা নিখোঁজ গৃহবধুর খোঁজ করেন। কিন্তু কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায় নি।
সোমবার দুপুরে হঠাৎই এলাকার বাসিন্দারা দেখতে পান বাড়ি থেকে কিছুটা দূরের পুকুরে ভেসে উঠেছে একটি মৃতদেহ। এরপর খবর পেয়ে মন্দির বাজার থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং জানা যায়, সেটি মিঠুর মৃতদেহ। দেহটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে কিভাবে মৃতদেহ পুকুরে গিয়ে পৌঁছাল, তা নিয়ে কেউ কিছু বলতে পারেনি। এটা খুন না কি আত্মহত্যা ত নিয়ে পুলিশ শুরু করেছে তদন্ত। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।