#নিখোঁজ এক তৃণমূল পঞ্চায়েত সদস্য। ঘটনায় গ্রেফতার ২।।
দুই বন্ধুর সঙ্গে বিয়েবাড়িতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক তৃণমূল পঞ্চায়েত সদস্য। জগতপাল বড়াইক নামে ওই পঞ্চায়েত সদস্যের বাড়ি নাগেশ্বরী চা বাগানে। তিনি ইংডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের সদস্য। এই ঘটনায় জগতপালের দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে মেটেলি থানার পুলিশ।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে তৃণমূলের মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ বড়াইক এবং আরেক বন্ধু পবন বড়াইকের সঙ্গে ওই চা বাগানে এক বিয়েবাড়িতে গিয়েছিলেন জগতপাল। রাতে দুই বন্ধু নিজেদের বাড়ি ফিরে এলেও জগতপাল রাতে বাড়ি ফেরেন নি। তাঁকে ফোন করা হলেও তা ফোন বন্ধ আসে। এরপর শুক্রবার তাঁর স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দুই বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন দুপুরে ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তবে এখনও পর্যন্ত জগতপালের খোঁজ না মেলায় ক্ষোভে ফেটে পড়েন নাগেশ্বরী চা বাগানের বাসিন্দারা। শনিবার মেটেলি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছোন মাল এসডিপিও রবিন থাপা, তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা প্রমুখ।