#নিউটাউনের রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় এক যুবক উদ্ধার হয়।
রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় এক যুবক উদ্ধার হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। চিকিৎসাও শুরু হয় তার কিন্তু শেষ রক্ষা আর হল না। গতরাতে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ওই যুবকের। মৃত ওই যুবকের নাম শিমুল বিশ্বাস। বয়স ৩৫ বছর। বাড়ি নিউটাউনের জ্যোতিনগরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে নিউটাউনের জ্যোতিনগরে বাড়ির পাশেই বসেছিল শিমুল। রাত প্রায় ন’টার দিকে শিমুলের মোবাইলে চারটি ফোন আসে। পরে রাত ১১টার দিকে বাইকে চেপে শিমুলের চার বন্ধু এসে তার খোঁজে। শিমুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁরা। পরিবারের দাবি, বাড়ি থেকে বেরোনোর সময় ১১ হাজার টাকা নিয়ে বেরিয়েছিল শিমুল। এরপর সেই রাতেই বাগজোলা খালপাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শিমুলকে। গোটা ঘটনাই বেশ রহস্যময়। কেন তার বন্ধুরা ডেকে নিয়ে গিয়েছিল, কেনই বা শিমুল ১১ হাজার টাকা নিয়ে বেরিয়েছিল, সেই সব কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকেরা।
এদিকে পরিবারের লোকেদের অভিযোগ, শিমুল যে ১১ হাজার টাকা নিয়ে গিয়েছিল, রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধারের পর সেই টাকা আর শিমুলের সঙ্গে ছিল না। এদিকে শিমুলের দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই যুবকের বন্ধুদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। দুই বন্ধুর কথায় অসঙ্গতি মেলায় তাদের গ্রেফতারও করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।