#নামি ব্র্যান্ডের যৌন উত্তেজনা বর্ধক নকল ওষুধ ও তেলের কারবারে, গ্রেফতার ১।।
বাড়িতে ওষুধের কারখানা। সেখানে শোকেস ভরা সাজানো থাকত যৌন বলবর্ধক ওষুধ ও তেল। অভিযোগ, এই ওষুধ আসলে বেআইনি। নামী কোম্পানির লেবেল ও নামের ব্যবহার করে শিশিতে ভরা হতো নকল ওষুধ। অভিযোগ, তা এজেন্ট মারফত বিক্রি করা হতো বিভিন্ন জেলায় জেলায়।
গোপন সূত্রে খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ হানা দেয় ওই এলাকায়। বেআইনি ওষুধ কারখানায় হানা দিতেই নকল ওষুধ তৈরির পর্দাফাঁস করল পুলিশ। নকল ওষুধ ও তেল তৈরির কারখানায় হানা দিয়ে এই কারবারে যুক্ত একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কুচুটিয়া গ্রামের ঘটনা। ধৃতের নাম সলমন শেখ (২৫)। তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুচুটিয়া গ্রামের যুবক সলমন যৌন উত্তেজক ও যৌনক্ষমতা বর্ধক নকল ওষুধ ও তেল তৈরির জন্য বাড়িতেই বেআইনিভাবে কারখানা খুলে বসেছিল। সেই কারখানায় তৈরি ওষুধ ও তেল নামি কোম্পানির প্যাকেটে ভরে বিক্রি করা হত। রমরমিয়েই চলছিল ব্যবসা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সলমনের বাড়িতে হানা দেয় কেতুগ্রাম থানার পুলিশ। পুলিশ তাকে ওই সমস্ত ওষুধ তৈরির জন্য লাইসেন্স দেখাতে বলে। কিন্তু তা না দেখাতে পারায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় সলমন সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় পাঁচজনের নামে অভিযোগ থাকলেও চারজন এখনও বেপাত্তা। ধৃতকে জেরা করে বাকিদের খবর পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
পুলিশের দাবি, তাঁর বাড়িতে নকল তেল তৈরির কারখানা ও নকল যৌন বলবর্ধক নানা ট্যাবলেট, তেল-সহ চর্মরোগ কমানোর মলম, চুলকানির মলম উদ্ধার করা হয়।এছাড়াও উদ্ধার হয়েছে নামি ব্র্যান্ডের হিন্দি ও ইংরাজিতে লেখা প্যাকেট। এদিন পুলিশ ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। বিচারক তার ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।