পুলিশ সূত্রে জানা গেছে, ভান্ডারায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর বাড়িতে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে ওই যুবক। ধর্ষণের পর নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে সে। এরপর দেহ জঙ্গলে ফেলে দেয়। ১৩ অক্টোবর নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ। ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। তার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ডিএসপি প্রবীণ মালিক জানান, দ্রুত তথ্যপ্রমাণের ভিত্তিতে এক মাসের মধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। এরপরই দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয় ।
নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে এক যুবককে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের।।
