#নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে, গ্রেফতার ২।।
অনুষ্ঠান বাড়ি থেকে একাই ফিরছিলেন বাড়ি। হঠাৎ করে তার সামনে হাজির হয় বেশ কয়েকজন যুবক। পথ আটকায় তার। অভিযোগ এরপরেই মাঠে টেনে গিয়ে ধর্ষণ করা হয় নাবালিকাকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। এই ঘটনায় পুলিশ তদন্ত নেমে দুজনকে গ্রেফতার করেছে। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন নাবালক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গ্রামের রাস্তা দিয়ে একাই হেঁটে বাড়ি ফিরছিল ওই নাবালিকা। সেই সময় তার পিছু নেয় বেশ কিছু যুবক। এরপর তাকে মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পলাতক। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।