#নানান অভিযোগ নিয়ে সিপিআই- মেয়রকে স্মারকলিপি প্রদান।।
শিলিগুড়ির ক্ষুদিরাম কলোনি এবং সাহুডাঙ্গি সংলগ্ন অধিকারপল্লী এলাকার অসহায় মানুষদের পাশে দাড়াতে মেয়রের দ্বারস্থ হলেন সিপিআই দার্জিলিং জেলা কমিটি।
সিপিআই সদস্যদের অভিযোগ, শিলিগুড়ির ক্ষুদিরাম কলোনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে এখনও বাড়ি তৈরি করে দেওয়া হয়নি। কাজ শুরু করা হলেও তা এখন বন্ধ রয়েছে। সেই পরিবারগুলিকে শীঘ্রই বাড়ি তৈরি করে দেওয়ার দাবি জানান তারা।
অন্যদিকে, জানা গেছে সাহুডাঙ্গির অধিকারপল্লীর বাসিন্দাদের তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন পুঁজিপতিরা।পাশাপাশি সেখানে নদীপথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন সিপিআই সদস্যরা। সেখানকার বাসিন্দাদের যাতে কোনোভাবে উচ্ছেদ না করা হয় এই বিষয়গুলি নিয়ে আজ মেয়র গৌতম দেবের দ্বারস্থ হয় দার্জিলিং জেলা সিপিআই এর সদস্যরা। এদিন এই সব বিষয় নিয়ে একটি স্মারকলিপিও জমা দেন তারা বলে জানা গেছে।