#নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপড রিহ্যাবিলিটেশন সোসাইটির উদ্যোগে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস।।
বিশ্ব প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নতুন বাস দেওয়ার আশ্বাস দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
আজ নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপড রিহ্যাবিলিটেশন সোসাইটির উদ্যোগে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। শনিবার কাওয়াখালিতে উত্তরণ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পালন করা হয় দিনটি। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ ও অন্যান্য অতিথিরা।
শংকর ঘোষ জানান, এই সমস্ত শিশুদের করুণা নয়, ভালোবেসে ওদের পাশে দাঁড়ান উচিত। শীঘ্রই প্রতিবন্ধী শিশুদের জন্য নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটি বাসের ব্যবস্থা করে দেবেন যাতে শহর থেকে এই সমস্ত শিশুরা সহজেই যাতায়াত করতে পারে স্কুলে পড়াশোনার জন্য।