#নতুন প্ল্যাটফর্ম, বন্দে ভারতের জন্য সাজছে এনজেপি।।
৩০ ডিসেম্বর বাংলায় প্রথম চলবে বন্দে ভারত। ১৩০ কিলোমিটার গতিবেগের সেমি হাইস্পিড ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলবে এনজেপি এবং হাওড়ার মধ্যে। হাওড়ায় উপস্থিত থেকে যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে জানা গেছে। ওই দিন উত্তরবঙ্গের জন্য একাধিক রেলপ্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী বলে রেল সূত্রে খবর।
প্রাথমিকভাবে নিউ জলপাইগুড়ি জংশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটির যাত্রা শুরু হলেও ভবিষ্যতের জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজেও হাত দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। রাঙ্গাপানি বা আউটারে যাতে কোনও ট্রেনকে দাঁড় করিয়ে রাখতে না হয়, তার জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, এনজেপি স্টেশনকে বিশ্বমানের গড়ে তোলার কাজ শুরু হয়েছে, তারই অঙ্গ হিসেবে নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করা হবে। তবে প্রথম দিকে বন্দে ভারতের কলকাতা-শিলিগুড়ি যাতায়াতে প্রায় আট ঘণ্টা লেগে যাবে। কারণ সব জায়গায় রেলের ট্র্যাক এখনও সেমি হাইস্পিড ট্রেন চলার উপযুক্ত নয়।
এনএফআর-এর এক আধিকারিক জানিয়েছেন, ট্র্যাক পরিবর্তনের কাজ সম্পূর্ণ হলেই বন্দে ভারত ৫-৫.৩০ ঘণ্টায় গন্তব্যে পৌঁছে যাবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘ট্রেনটি প্রথম হাওড়া থেকে যাত্রা শুরু করবে। সময়সূচি নির্দিষ্ট হয়নি। এই ক্ষেত্রে আরও দুই-তিনদিন সময় লাগবে।