#নকশালবাড়িতে বন্ধ বটলিফ কারখানায় ভয়াবহ আগুন।।
ভয়াবহ অগ্নিকাণ্ড বটলিফ কারখানায়। কারখানার যাবতীয় যন্ত্রাংশ পুড়ে ছাই বলে জানা গেছে। রবিবার রাত সাড়ে ৮ টা নাগাদ এই অগ্নিকণ্ডের ঘটনা ঘটে নকশালবাড়ি ব্লকের বেঙাইজোত এলাকার একটি বটলিফ কারখানায়। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। টানা দুঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।
এদিন রাত সাড়ে ৮ টা নাগাদ স্থানীয়রা কারখানা থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি বেড় হতে দেখেন। স্থানীয়রাই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। টানা দুঘন্টার প্রচেষ্টায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রনে আসে।
এই অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে চাপাতা তৈরির কারখানাটি। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে কারখানার যাবতীয় মেশিন, কারখানার টিনের শেড। অল্পের জন্য রক্ষা পায় কারখানায় মজুত চাপাতার বস্তা। তবে এই অগ্নিকাণ্ডের বিষয়ে কোনও কথা বলতে চাননি কারখানার মালিক পল্টু পাল। বর্তমানে সুখা মরসুম থাকার কারণে একপ্রকার বন্ধ বাগানে চা পাতা তোলার কাজ। ফলে বেশ কয়েকদিন ধরে বন্ধ নকশালবাড়ির বেঙাইজোতের বটলিফ কারখানাটি। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।