#ধূপগুড়িতে পৃথক দুটি দুর্ঘটনায় মৃত ১, আহত ৩।।
পৃথক দুটি দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের। আহত হয়েছেন ৩ জন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের গোরের বাড়ি এলাকায় বাইকের সঙ্গে সাইকেলের সংঘর্ষ হয়। ঘটনায় সাইকোল আরোহীর মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম, জাহিদুল ইসলাম। জানা গেছে, বাইকটি ফালাকাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল। গোরেরবাড়ি এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারে। সাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়ে যায়, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাইকে থাকা ২ জন গুরুতর আহত হয়। এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাইকে থাকা আহত ২ জনকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে জানা গেছে, এদিন ধূপগুড়ি ব্লকের ঝুমুর এলাকায় পিচ বোঝাই একটি লরি উলটে যায়। এই ঘটনায় আহত হন গাড়ির চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিচ বোঝাই লরিটি ধূপগুড়ির দিকে আসছিল। অপর একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে উলটে যায় লরিটি। দুর্ঘটনার জেরে পিচের ড্রামগুলি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। দুটি ঘটনাতেই ধূপগুড়ি ট্রাফিক গার্ড ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।